মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠিয়েছেন মো. মনিরুজ্জামান নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (২৮ এপ্রিল) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, গত রোববার (২৭ এপ্রিল) বিকেলে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গেজেট প্রকাশ করেছে।
তিনি জানান, রোববার (২৭ এপ্রিল) নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু একই দিন রাতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
